মুগ্ধ হবার মত ব্যপার! অনেক মানুষের ভিড়ে যেমন বিশেষ পোশাক পরা একজন মানুষকে আলাদা করে, মানুষটির পরিচয়, রুচি এবং ব্যক্তিত্ব অনেকটাই প্রকাশ করে। মাহবুব আলম পল্লবের অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- ’হোয়ার ইজ রনি’ ও ’বান্ধবী’। বিষয়বস্তু অনুযায়ী ছবি দু’টির পরিচালকদ্বয় চমৎকার ভাবেই নিত্য উপহারের টি-শার্ট কস্টিউম হিসেবে ব্যবহার করেছেন। আছে অল্প-স্বল্প বাংলা ভাষার ব্যবহার। কানে বেজে চলেছে ’আপনারা এমন করতেছেন ক্যান’ ছবির এমন কিছু ডায়লগ এখনো। আছে মন জুড়িয়ে যাওয়া কিছু দৃশ্য!
২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ’হোয়ার ইজ রনি…’। এখানে তিনি নামভূমিকায় অভিনয় করেন । একই বছরে মুক্তি পায় “বান্ধবী”। এই ছবিতে তিনি করিম নামে অভিবাসী শ্রমিকের চরিত্রে অভিনয় করেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ২টি পুরষ্কারও পান। যার কারণে কোরিয়ান মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন। এ ছাড়াও ২০১২ সালে গুরুত্বপূর্ণ ’প্রেসিডেন্ট এওয়ার্ড ওফ সাউথ কোরিয়া’ পুরষ্কার অর্জন করেন।