About Us
If you want to learn more about us, you’re in the right place. Read to learn how we managed to come this far.
Welcome to Nitya Upahar
Ever since the end of last century and the coming of this century, the communication and technology infrastructure has seen massive changes. It can easily be said that world is within our grasp – that with the globalization of Internet, Google, websites, Email, Social media, money transactions and product trading platforms. With the shift from analogue to digital phones and that to the digital era, many aspects have changed as well; things like the importance of time, workload and traffic.
So, in order to keep pace with the changing times, nityaupahar.com has evolved into nityaupahar.shop. Now, you can easily purchase t-shirts and other products that have been recently released along with those which were previously available through Nitya Upahar. Thanks to our well-wishers, we have finally embarked on a new journey with nityaupahar.shop. nityaupahar.shop aims at easily delivering their products to its clients. Being able to take such an initiative at our 18th years of indigenous and commemorative t-shirt practice brings us great joy.
We Believe in- Individualism, Language of Homeland and Culture
We, ourselves can create designs of t-shirt for ourselves. T-shirt or the decoration periphery of any clothing can add to the nation’s art or motifs and adds true colors. People wearing t-shirts on the streets, colleges or universities can add uniqueness to its culture. Practicing to wear t-shirt made in homeland or clothing shall not always depend on foreign motifs or thoughts. In times of increase in garments export and globalization, it is necessary NOT to forget our individualism. In this case, our artists, child artists, and designers/photographers can truly play the role.
For over one and a half era, country’s leading and young artists, child artists and designers have responded to our call and successfully added new story of our nation to clothing especially through Nitya Upahar’s t-shirts and this has created an extraordinary domain of individualism in Bangladesh’s clothing. Designs created for everyday wear- t-shirt, shawls and sharee is exceptional, as a symbol of ingenuity and indeed an inspiration. From the first day of release, many of the designs are still appreciated applauded and embraced by our fans. We never forget every difference must make a difference.
Nitya Upahar’s clothing- it is a sequential series that we call as, ‘Series of Heritage & Apostle.’ The t-shirt, shawls and sharee created to represent our homeland in a new and unprecedented way, in unison by this group of creative knowledgeable people have gotten all of your constant love. This is a huge factor that always inspires us-overall all these creative personalities, you and everyone else are the main patrons of Nitya Upahar.
The Journey Began Through T-shirts
The clothing business of Nitya Upahar began with only T-shirts in the first Pohela Boishakh (1st day of the Bangla new year) of this century. After eighteen years, the t-shirt still remains the dominant mode of expression. In 2005, Nitya Upahar’s t-shirt canvas shone brightly through the children’s art competition ‘Boshey Ako’ with the slogan ‘Bangladesh through the eyes of children’. Nitya Upahar regularly arranged the event ‘Boshey Ako’ till 2012, which was later discontinued for different reasons.
From 2006, Nitya Upahar began designing shawls and sharees. Shawls during winter and in International Mother Language Day, other national days and other occasions of the year, Nitya Upahar produces various designs of sharees till now.
Through organizing ‘Explore Fashion Talent 2007’, Nitya Upahar attempted to search for young fashion designers with the goal of working with other forms of dresses such as Panjabi, Tops or Salwar Kameez. With the planning and organizing of the prominent fashion designer and researcher Chandrasekhar Saha, 20 youths participated in a month-long workshop conducted by veteran fashion designers, photographers, journalists and expert beauticians who shared their valuable experiences and provided guidelines. The work continued throughout the year, and for the next 5years, the participants engaged in various activities including internships. By this approach, diversified items from the imaginations of the youths were added into the item list of Nitya Upahar and alongside, it also gained practical knowledge and experience in native fashion. In the end, Nitya Upahar’s this medium of clothes (Panjabi, Salwar-Kameez or Tops) designing came to a halt.
Nitya Upahar stands with Courage, Victory, and Tradition
Nitya Upahar t-shirts have accompanied many a man on adventures ranging from streams, ocean and mountains- even the highest mountain peaks of the world. Sajal Khaled never returned after scaling the Everest Summit, having found himself a rather permanent abode in the snowy peaks of Mount Everest amongst nature. Likewise, never to return was the red and green Nitya Upahar t-shirt that he had adorned.
Nitya Upahar t-shirts have also seen its fair share of representing Bangladesh on a global scale through global scholarly events, as worn in events by the participants. More so, Nitya Upahar is a faithful ally to the Mathematicians who have participated in International Maths Olympiads since 2006. 2018’s gold medalist Maths Olympiad group has brought us immense joy, that with their global recognition. Besides, Nitya Upahar t-shirts have accompanied several Bangladeshi teams participating in International Physics Olympiad, International Geometry Olympiad and International Junior Science Olympiad. We hope that in the future, many more scholars will prove their excellence in global platforms.
Nitya Upahar: Not Just A Shopping Site
For over one and a half era, Nitya Upahar has been enriched with creative artworks from a vast number of creative artists. They created a look of the homeland on t-shirts, shawls and at the base of sharees – we will see a collection of these works in the archive section of this site. More than 1250 t-shirts for kids and adults, over a hundred types of designed sharees and other clothing apparel have been released by Nitya Upahar. In the course of time, this site can be a working calendar for all the respectable creative people associated with us.
Model and model photography is used to advertise products. Many quality photographs taken at different moments, by many talented photographers along with the photographs of the models can be found on this site. Many of them are doing outstanding work in large contexts in the homeland and around the world. Today, many of them are role models in their own respective contexts.
Also, numerous people have worked in front of and behind the screen at different times. nityaupahar.shop will try its best so that the memories of these wonderful friends can be found on this site.
Eighteen Years: Not So Long, Not Too Short
It was not possible to take photos of all our designs, all our t-shirts in such a short period of time. Also, we could not keep our photos and the data in a continuous and organized fashion. It is possible that in these 18 years those who were somehow involved with Nitya Upahar might have something to share. We believe that if they come forward then our archive will be enriched even further.
CEO
Nitya Upahar
স্বাগতম নিত্য উপহারে
গত শতাব্দীর শেষে- বিশেষ করে এই শতাব্দীর প্রথম থেকেই প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত বদলে যেতে থাকে। আজকের নাগরিক জীবনে ইন্টারনেট, ই-মেইল, গুগল তথ্যভান্ডার, ওয়েবসাইট, সোস্যাল মিডিয়া, অনলাইন শপ, অর্থের লেনদেন, পণ্য আদান প্রদানে- কত যে নাগরিক সুবিধা যোগ হয়েছে, বলা চলে হাতের মুঠোয় পৃথিবী আজ। এনালগ থেকে এ্যন্ড্রয়েড ফোন, ডিজিটাল যুগ- তাল মিলিয়ে বেড়েছে সময়ের মূল্য, কর্ম ব্যস্ততা ও যানজট।
তাই এই বদলে চলা সময়ে নিত্যউপহারডটকম থেকে নিত্যউপহারডটশপ হয়ে এবার উপস্থিত হয়েছি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত-এর সাথে দূর অতীতে নিত্য উপহার প্রকাশিত যে সকল টি-শার্ট ও পণ্য বিক্রয়যোগ্য রয়েছে সে সব পণ্য নিত্যউপহারডটশপের মাধ্যমে খুব সহজেই এখন ক্রয় করা যাবে। অগনিত ভোক্তা শুভানুধ্যায়ী আপনাদের দীর্ঘ দিনের চাহিদা অনুযায়ী নিত্যউপহারডটশপ-এর যাত্রা শুরু হলো। আপনাদের কাছে পণ্য দ্রুত ও সহজে পৌছানো নিশ্চিত করতে নিত্যউপহারডটশপ সচেষ্ট থাকবে। স্বদেশী ও স্মারক টি-শার্ট চর্চার ১৮ বছর উদযাপনে এ উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা খুবই আনন্দিত।
আমরা বিশ্বাস রাখি– স্বকীয়তায়, স্বদেশী ভাষা ও সংস্কৃতিতে
আমাদের জন্য আমরাই টি-শার্টের ডিজাইন করতে পারি। টি-শার্ট কিংবা যে কোন পোশাকের উপরিতল অলংকরণে দেশের শিল্পী ও দেশীয় মোটিফই নতুন-নতুনতর মাত্রা ও স্বরূপ যোগ করতে পারে। দেশের পথে প্রান্তরে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মানুষের গায়ে গায়ে চলমান টি-শার্ট সংস্কৃতিতে নিজস্বতার নতুন অবয়ব যোগ করতে পারে। স্বদেশী টি-শার্ট বা পোশাক চর্চায় সবসময় বিদেশী মোটিফ ও ভাবনার মুখাপেক্ষি না হলেও চলে। রপ্তানীমুখি পোশাক শিল্পের সাফল্য একই সাথে বিশ্বায়নের যুগে- আমাদেরও নিজস্বতা তুলে ধরার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে আমাদের শিল্পী, শিশুশিল্পী এবং আলোকচিত্রিরাই সত্যিকারের ভুমিকা রাখতে পারেন।
বিগত দেড়যুগ ধরে দেশের বরেণ্য, তরুণ, শিশুশিল্পী ও আলোকচিত্রিরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং সফল ভাবেই পোশাকে বিশেষভাবে নিত্য উপহারের টি-শার্টে নতুন এক স্বদেশ রচনা করেছেন এবং এটা বাংলাদেশের পোশাকে স্বকীয়তার এক অসামান্য চিত্র তৈরী করেছেন। নিত্য উপহারের করা বেশ অনেকগুলো ডিজাইন- টি-শার্ট, চাদর ও শাড়ি রিতিমত কিংবদন্তী, স্বদেশীকতার প্রতীক একইসাথে প্রেরণাও বটে। ভোক্তা রসিক জনের কাছে অনেক ডিজাইনই প্রকাশের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সমান আগ্রহে সমাদৃত।
নিত্য উপহারের পোশাক- এটা একটা ধারাবাহিক সিরিজ, যাকে আমরা বলেছি ‘ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যক্তিত্ব ধারাবাহিক’। এক বিপুল সংখ্যক সৃষ্টিশীল গুণীজনেরা সম্মিলিতভাবে টি-শার্ট, চাদর এবং শাড়িতে স্বদেশর যে নতুন দৃশ্যরূপ তৈরী করেছেন তা আপনাদের অনবরত ভালোবাসা পেয়ে এসেছে। এটা একটা বড় ব্যাপার যা আমাদের সবসময় অনুপ্রাণিত করে- সব মিলিয়ে এই সব সৃষ্টিশীল গুণীজন, আপনি এবং আপনারাই নিত্য উপহারের প্রধান পৃষ্ঠপোষক।
শুধু টি–শার্টকে মাধ্যম করেই যাত্রা শুরু
শুধু টি-শার্টকে মাধ্যম করেই যাত্রা শুরু হয়েছিলো নিত্য উপহারের পোশাক অভিযাত্রা এই শতাব্দীর প্রথম পহেলা বৈশাখে। আঠারো বছর পরেও এই টি-শার্টই নিত্য উপহারের প্রধান ও নিয়মিত প্রকাশ মাধ্যম। ২০০৫ এ ছোটদের জন্য ‘বসে আঁকো’ ছবি আঁকা প্রতিযোগিতার মাধ্যমে শিশুশিল্পীদের আঁকা নিত্য উপহারের টি-শার্টের ক্যানভাস উজ্জ্বল হয়েছে- আমাদের মতো আমরাও পারি- যার শ্লোগান ছিলো ‘ছোটদের চোখে বাংলাদেশ’। ‘বসে আঁকো’ ২০১২ পর্যন্ত নিয়মিত ভাবেই আয়োজন করে নিত্য উপহার, পরবর্তী সময়ে নানা কারণে এ আয়োজন আর হয়ে উঠেনি।
২০০৬ থেকে চাদর ও শাড়ি ডিজাইন করা শুরু করে নিত্য উপহার- শীতে নিয়মিত ভাবে চাদর আর ভাষা দিবস, বিভিন্ন জাতীয় দিবস ও বছরের বিভন্ন সময়ে অনিয়মিত হলেও এখনো শাড়ি করে চলেছে নিত্য উপহার।
পোশাকের অন্যান্য মাধ্যম- যেমন পাঞ্জাবী, টপস, সেলোয়ার কামিজ নিয়ে কাজ করার অভিপ্রায়ে ‘এক্সপ্লোর ফ্যাশন টেলেন্ট ২০০৭’ আয়োজনের মধ্য দিয়ে একদল তরুণ ফ্যাশন ডিজাইনার খুঁজে বের করার চেষ্টা করে নিত্য উপহার। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহার পরিকল্পনা ও সার্বিক অনুষ্ঠান ডিজাইনে এই আয়োজনের ২০ তরুণকে নিয়ে মাসব্যাপী ওয়ার্কশপে দেশের প্রথিতযশ ফ্যাশন ডিজাইনার, ফটোগ্রাফার, সাংবাদিক ও রুপচর্চা বিশেষজ্ঞ সমন্বয়ে- রিসোর্স পার্সনগণ শিক্ষার্থী ডিজাইনারদের তাঁদের ফ্যাশন বিষয়ক অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দেন। বছরব্যাপী নানা কর্মকা-ের মধ্য দিয়ে যা শেষ হয় এবং পরবর্তি ৫ বছর শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপসহ নানাভাবে এ রকম কার্যক্রম চলে। এর মধ্য দিয়ে নিত্য উপহারের পণ্য তালিকায তরুণদের পোশাক ভাবনায় বেশ বৈচিত্র প্রতিফলিত হয় এবং নিত্য উপহার দেশীয় ফ্যাশন বিষয়ে নানা বাস্তব শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করে। শেষ পর্যন্ত পোশাকের এই মাধ্যমগুলোয় (পাঞ্জাবী, সেলোয়ার-কামিজ বা টপস) নিয়ে নিত্য উপহারের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সাহসিকতা, জয় আর কিংবদন্তীর সংগী নিত্য উপহার
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় যেমন- তেমনি দুর্গম পাহাড়-পর্বত, সাগর, ঝর্ণায় অ্যাডভেঞ্চারে নিয়মিত ভাবে নিত্য উপহারের টি-শার্ট সংগী হয়েছে তরুণদের গায়ে চড়ে। এভারেস্ট জয়ী সজল খালেদ সামিট শেষে আর ফিরে আসেননি- যেন রয়ে গেলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হয়ে এভারেস্ট চূড়ার হিম শীতল তুষার ধবলে প্রকৃতি মাতার কোলে। সজল খালেদের সাথে ঘুমিয়ে আছে লাল সবুজের স্মারক টি-শার্ট জড়িয়ে নিত্য উপহারও যেন।
জ্ঞান বিজ্ঞানের মেধার লড়াইয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার কত যে আনন্দঘন চিত্রে রয়েছে নিত্য উপহারের টি-শার্ট। ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয়া বাংলাদেশ গণিত দলের নিয়মিত সাথী হয়েছে নিত্য উপহার। ২০১৮ সালে বিশ্ব মঞ্চে দেশের জন্য প্রথম স্বর্ণপদকপ্রাপ্ত বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল আমাদেরও করেছে গর্বিত ও উদ্বেলিত। এছাড়াও আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড, জ্যামিতি অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সাথে নিয়মিত সংগী হয় নিত্য উপহারের টি-শার্ট। আগামি দিনে বিশ্বসভায় এরকম সব আয়োজনে নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরা তাঁদের সক্ষমতার আরো অনেক প্রমান রাখবেন।
শুধু কেনাকাটার সাইটই নয়
দেড়যুগ ধরে নিত্য উপহার সমৃদ্ধ হয়েছে এক বিপুল সংখ্যক সৃষ্টিশীল গুণীজনদের সৃষ্টিশীল সব শিল্পকর্মে। টি-শার্টে এবং চাদর ও শাড়ির জমিনে স্বদেশের দৃশ্যরূপ তৈরী করেছেন তাঁরা- কাজগুলোর সংগ্রহ আমরা এই সাইটের আর্কাইভ বিভাগে দেখতে পাব। ছোট ও বড়দের জন্য ১২৫০টিরও অধিক টি-শার্ট, শতাধিক ডিজাইনের চাদর, মা ও বোনদের জন্য শাড়ি এবং অন্যান্য পোশাকের জন্য অগণিত ডিজাইন প্রকাশ করেছে নিত্য উপহার- সময়ের ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত সৃষ্টিশীল সব শ্রদ্ধেয় মানুষদের কাজের দিনপুঞ্জিও হতে পারে এই সাইট।
পণ্যের বিজ্ঞাপনের প্রয়োজনে ব্যাবহৃত হয়ে থাকে মডেল ও মডেল ফটোগ্রাফি- অনেক গুণী আলোকচিত্রির বিভিন্ন সময়ে তোলা ছবি পাওয়া যাবে এই সাইটে, পাওয়া যাবে জড়িত সব মডেলদের ছবিও। এঁদের অনেকই দেশে ও পৃথিবীর বৃহৎ প্রেক্ষাপটে অসামান্য সব কাজ করে চলেছেন -আজ নিজ নিজ প্রেক্ষাপটে তাঁদের অনেকেই আদর্শ মডেলও বটে।
এ ছাড়াও পর্দার সামনে ও পেছনে বিভিন্ন সময়ে কাজ করেছেন অসংখ্য মানুষ। জড়িত এই সব সুহৃদ-বন্ধুদের স্মৃতিভান্ডারের অনেকটাই যাতে পাওয়া যায় এই সাইটে- নিত্যউপহারডটশপ এ বিষয়ে সচেষ্ট হবে।
আঠারো বছর বেশি সময় নয়, আবার কমও বলা যায়না।
এই ছোট্ট সময়ে আমাদের করা সব ডিজাইন- সব টি-শার্টের ছবি তুলে রাখা সম্ভব হয়নি। আবার সব ছবি ও তথ্য ধারাবাহিক ভাবে সব গুঁছিয়ে রাখাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই আঠারো বছরে নিত্য উপহারের সাথে নানাবিধ ভাবে সংশ্লিস্ট কারো কারো কাছে কিছুটা থাকা সম্ভব- তাঁরা এ ক্ষেত্রে সহয়তার করলে নিত্যউপহারডটশপের আর্কাইভ সমৃদ্ধ হবে বলে আমরা আশা করছি।
- E-TIN : 794227995452
- BIN : 000613165-0201
- Trade License: TRAD/DSCC/269191/2019
Nitya Upahar is on facebook! Like our Facebook page or chat on messenger with our support team, live!
You can find the latest story, product. model photography and many more. Give a visit to our Nityagram.
Youtube
Check Nitya Upahar's Activity on youtube. Audiovisuals, Messages, Promotional offers & many more!