নিত্য উপহারের লাল-সবুজের স্মারক চর্চার দুই দশক (২০০৪-২০২৪)
14 Dec
Spread the love
নিত্য উপহারের ’পতাকা¬ টি-শার্ট’ এবং লাল-সবুজের স্মারক চর্চার দুই দশক পূর্ণ হলো। দু’হাজার চার খ্রীষ্টাব্দে দেশের জাতীয় দৈনিকগুলোতে বিজয় দিবসের লাইফস্টাইল পাতায় যেভাবে ভালোবাসা পেয়েছে এই লাল-সবুজ টি-শার্ট- এর কিছু ছবি আজ দেয়া হলো যা সত্যি উদ্দীপনা ও প্রেরণাময়। তখন কেই বা জানতো- এই একটা স্মারক টি-শার্ট যে পরবর্তী বিশ বছর অগণিত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে, আপনাদের অবিরাম ভালোবাসায় সিক্ত হবে, তখন কে জানতো!
স্লোভাকিয়ার তরুণ টমাস বিরস (Tomas Biros), গ্রাজুয়েশন শেষে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন দু’হাজার চার এর এপ্রিলে। তাঁর চাওয়া আমাদের পতাকার প্রতীক সহযোগে কোন স্মারক টি-শার্ট তাৎক্ষণাৎ দেয়া সম্ভব হয়নি, কেননা এমন কোন স্মারক টি-শার্ট তখন ছিলোনা। তিনি কিছু টি-শার্ট নিয়ে গেলেন, আর একটি টি-শার্টের দাম আগাম দিয়ে গেলেন। কথা দিয়েছিলাম এমন টি-শার্ট করার চেষ্টা করবো এবং মি. টমাসকে পাঠিয়ে দিবো। তাঁকে দেয়া কথা রাখতে গিয়ে যে টি-শার্ট এর ডিজাইন হয়েছে- সেটাই এই পতাকা টি-শার্ট।
গত দুই দশক ধরে কত যে ভ্রমণ, গৌরবময় এডভেঞ্চার যাত্রা ও অর্জনের সঙ্গী হয়েছে এই স্মারক টি-শার্টটি! খেলার মাঠে কি জ্ঞান-বিজ্ঞানের বিশ্বমঞ্চে, কখনো পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট শৃঙ্গে, কখনো চীনের গ্রেট ওয়াল বা পিরামিডের পাদদেশে, আবার কখনো প্রাচীন ইনকা শহরের রহস্যময় নিস্তব্দতায় বা তুষার শুভ্র মরু ভালুকের দেশে। বিগত বিশ বছর দেশে বিদেশে লাল-সবুজেরে এই স্মারক টি-শার্ট ঘিরে জমেছে কত যে গল্প ও আলোকচিত্র। সেসব আলোকচিত্র গল্প আরেকদিন দেয়া যাবে।
আমরা আপনাদের জন্য এবং এসব কিছুর জন্য গর্বিত। জয় হোক।