মাহবুব আলম পল্লব- কোরিয়ান সিনেমার নায়ক গায়ে নিত্য উপহারের টি-শার্ট, ভাবাই যায়না !!

Spread the love
জগতে কত মজার ঘটনাই ঘটে! দেখা যায় অবাক করা কত দৃশ্য! –কখনো স্মৃতিকাতরও হয়ে উঠতে হয়! এরই মধ্যে বেশ সময়ও গিয়েছে গড়িয়ে। পনের বছর পর হলেও দেখার সুযোগতো হলো!
 
অচেনা পরিবেশ অভিবাসী জীবন, অজানা সমাজ, আঁকাবাঁকা পথ এডভেঞ্চারে ভরপুর, অজেয় পর্বত শৃঙ্গ জয়ের চেয়ে কম রোমাঞ্চকর নয় তার জীবন। -অনুভব করি, অম্ল-মধুর ঝড়ঝাঞ্ঝময় সুদূর পরদেশেও দৈনন্দিন জীবনে তাঁর সঙ্গী ছিলেন নজরুল, রবি ঠাকুর- ‘রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি’ এমন ভাবনা! সঙ্গী হয়েছিলো রূপকথার জগত, ঠাকুরমার ঝুলি; মধুমালা- পাতাল পাথর পুরী’র গল্প। সঙ্গী ছিলো প্রিয় দেশ, মায়ের ভাষা এবং নিত্য উপহারের স্মারক টি-শার্ট। তিনি মাহবুব আলম পল্লব- ’মাহবুব লী’ নামে পরিচিত কোরিয়ায়।
’বান্ধবী‘ সিনেমার একটি দৃশ্য।
’বান্ধবী‘ সিনেমার একটি দৃশ্য।
’বান্ধবী‘ সিনেমার একটি দৃশ্য।

মুগ্ধ হবার মত ব্যপার! অনেক মানুষের ভিড়ে যেমন বিশেষ পোশাক পরা একজন মানুষকে আলাদা করে, মানুষটির পরিচয়, রুচি এবং ব্যক্তিত্ব অনেকটাই প্রকাশ করে। মাহবুব আলম পল্লবের অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- ’হোয়ার ইজ রনি’ ও ’বান্ধবী’। বিষয়বস্তু অনুযায়ী ছবি দু’টির পরিচালকদ্বয় চমৎকার ভাবেই নিত্য উপহারের টি-শার্ট কস্টিউম হিসেবে ব্যবহার করেছেন। আছে অল্প-স্বল্প বাংলা ভাষার ব্যবহার। কানে বেজে চলেছে ’আপনারা এমন করতেছেন ক্যান’ ছবির এমন কিছু ডায়লগ এখনো। আছে মন জুড়িয়ে যাওয়া কিছু দৃশ্য!

’বান্ধবী‘ সিনেমার একটি দৃশ্য।
’বান্ধবী‘ সিনেমার একটি দৃশ্য।

২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ’হোয়ার ইজ রনি…’। এখানে তিনি নামভূমিকায় অভিনয় করেন । একই বছরে মুক্তি পায় “বান্ধবী”। এই ছবিতে তিনি করিম নামে অভিবাসী শ্রমিকের চরিত্রে অভিনয় করেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ২টি পুরষ্কারও পান। যার কারণে কোরিয়ান মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন। এ ছাড়াও ২০১২ সালে গুরুত্বপূর্ণ ’প্রেসিডেন্ট এওয়ার্ড ওফ সাউথ কোরিয়া’ পুরষ্কার অর্জন করেন।

’হোয়ার ইজ রনি…’ সিনেমার একটি দৃশ্য।
’হোয়ার ইজ রনি…’ সিনেমার একটি দৃশ্য।
মাহবুব লী– আমরা আপনার জন্য গর্বিত। আপনার প্রতি নিত্য উপহারের শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। দক্ষিন কোরীয় চলচ্চিত্রে আপনাকে এবং নিত্য উপহারের টি-শার্ট দৃশ্যায়ন দেখে খুবই ভালো লেগেছে। এর আগে অল্প-বিস্তর দেশের নাটক সিনেমায় দেখা গিয়েছে নিত্য উপহারের টি-শার্ট, দেখা গেছে কলকাতার সিনেমায়ও। তবে বলতে দ্বিধা নেই- আপনার এ দুটি সিনেমায় অসামান্য ও এক ভিন্নতর মাত্রা যোগ করলো। পনের বছর পরে হলেও- নিত্য উপহার তার স্মারক টি-শার্ট চর্চার পথে এই রঙিন পালকটি কুড়িয়ে পেল এবং সংগ্রহে থাকলো।
পৃথিবী সুন্দর।
 
মাহবুব আলম পল্লব বিষয়ে আরো বিস্তারিত জানতে: https://en.wikipedia.org/wiki/Mahbub_Alam_Pollab

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *