অনুষ্ঠিত হয়ে গেল নিত্য উপহারের স্বদেশী টি-শার্ট চর্চার আঠারো বছর পূর্তি উদযাপন এবং স্মারক প্রদান অনুষ্ঠান। গত ২২ ও ২৩ জুন ২০১৯, বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। আঠারো বছরের দীর্ঘ পথচলায় নানাভাবে যাঁরা নিত্য উপহারকে সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে বরেণ্য শিল্পী হাশেম খান, চন্দ্রশেখর সাহা, ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অন্যান্য ব্যক্তি বর্গ এ আয়োজনে উপস্থিত ছিলেন। এ উৎসবমুখর উদযাপন উপলক্ষে উন্মেচিত হয় দু’টি স্মারক টি-শার্ট।

একইসাথে, ২০১৮ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করায় নির্বাচিত পাঁচটি দলকে বিশেষ স্মারক প্রদান করা হয়। দলগুলো হচ্ছে: ১. স্বর্ণপদক জয়ী বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল, ২. রৌপ্যপদক জয়ী বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড দল, ৩. ব্রোঞ্জপদক জয়ী বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দল, ৪. ব্রোঞ্জপদক জয়ী বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড দল ও ৫. স্বর্ণপদক জয়ী বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল।

এছাড়াও বিশেষ সম্মান স্মারক ২০১৮ পেয়েছেন কবি সৈয়দ তারিক, দেবরাজ দত্ত (পর্বতারোহী, পশ্চিমবঙ্গ), গাজী মুনছুর আজিজ (সাংবাদিক ও লেখক), আজিম এলাহী (আলোকচিত্রী) এবং মাহমুদুল হাসান (ভূ-পর্যটক)। বাস্তব জীবনের মডেল স্মারক ২০১৮ পেয়েছেন জীবনের ছবি আয়োজনের বিজয়ী ১৬ জন সুহৃদ। স্মারক প্রদানের পাশাপাশি নিত্য উপহারের ১৮ বছরের পথচলা নিয়ে গ্যালারিতে ছিল বিশেষ প্রদর্শনী।

দেড়যুগ পূর্তি উদযাপন উপলক্ষে নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান জানান ‘স্বদেশী টি-শার্ট চর্চার ১৮ বছরের প্রথম দিন থেকে আজ পর্যন্ত শ্রদ্ধেয় সকল ভোক্তা, ১৬০ জন শিল্পী, শিশু শিল্পী, আলোকচিত্রী সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন, তাঁদের জন্যই আমাদের এই পথচলা সহজ হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চায় রত গণিত, বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রোবট দল, জাতীয় ক্রিকেট দল, এভারেস্ট জয়ী সহ সকল অভিযাত্রী ও অগণিত ছাত্র তরুণের আমাদের টি-শার্ট পরে অসামান্য অবদানের জন্যই আমরা এই আয়োজন করতে উৎসাহিত হয়েছি।’
টি-শার্ট ক্যানভাসে দেশকে তুলে ধরা এবং স্বদেশী টি-শার্টের এই চর্চা অব্যাহত থাকুক, আয়োজনে অংশ নেয়া দর্শনার্থীরা নিত্য উপহারের কাছে এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন।
Would love to perpetually get updated outstanding blog! .
ampicillin 500mg cost – ampicillin 250mg sale cialis 40mg price