আমার জানালা | আলোকচিত্র ও টি-শার্ট প্রদর্শনী

Spread the love
উদ্বোধন হয়ে গেলো নিত্য উপহার-এর আলোকচিত্র নিয়ে তৃতীয় আয়োজন ‘শ্যামলী নিসর্গ ও বিমূর্ত ছায়াবাজি’র নির্বাচিত আলোকচিত্র ও টি-শার্ট প্রদর্শনী অনুষ্ঠান। রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ সুপার মার্কেটে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন হয়। প্রদর্শনীর উদ্বোধন ঘোষনা করেন ফ্যাশন গবেষক ও ডিজাইনার চন্দ্রশেখর সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান, আলোকচিত্রি ইমতিয়াজ আলম বেগ, প্রকৌশলী ফিরোজ আলম, সমাজসেবক আশরাফ উদ্দিন আহমেদ, কামরুল আহসান ও সুহৃদ শুভানুধ্যয়ীগণ।
সাম্প্রতিক সময়ের তরুণ আলোকচিত্রিদের তোলা আলোকচিত্র টি-শার্টের জমিনে নতুন ও ভিন্ন এক স্বদেশ চিত্র উন্মোচন করেছে – এমন মন্তব্যই প্রকাশ পেয়েছে দর্শনার্থীদের মন্তব্যে।
 
উল্ল্যেখ্য, এবারের শ্যামলী নিসর্গ ও বিমূর্ত ছায়াবাজী আয়োজনের শ্যামলী নিসর্গ বিভাগ থেকে ২১ জন আঅ্লোযাকচিত্রি বিজয়ী হয়েছেন এবং নির্বাচিত আলোকচিত্র টি-শার্ট প্রকাশের জন্য বিবেচিত হয়েছে। এর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে: আজিম খান রনি, রুম্মান মাহমুদ ও কাজী আরিফুজ্জামান।
শ্যামলী নিসর্গ আয়োজনের তৃতীয় পুরস্কার সংগ্রহ করছেন কাজী আরিফুজ্জামান
 
 
প্রদর্শনীর স্থানে সর্বসাধারণ ১০% ছাড়ে ‘শ্যামলী নিসর্গ’ সিরিজের টিশার্ট সংগ্রহ করতে পারবেন।
ফেসবুক ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/504979586890877/
 
প্রদর্শনী চলবে : ১৪ জানুয়ারি ২০২০ থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত
প্রতিদিনসকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৮.৩০ (বৃহস্পতিবার বন্ধ)
 
প্রদর্শনীর স্থান:
আমার জানালা
নিত্য উপহার
সাত মসজিদ সুপার মার্কেট
(বিআরটিসি বাসষ্ট্যান্ড-এর পশ্চিম পাশে, এপেক্স সু’র উপরে)
প্লট-জিএ, ব্লক-ডি, মোহাম্মদপুর হাউজিং ষ্টেট
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৩১০-৫৫০৯৭১, ০১৭৭৭-৫৪৩৭৯৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *